২৩ মিটার দীর্ঘ সেতুটি ঢালাইয়ের সময় ভেঙে পড়ে!
পিরোজপুরের ভান্ডারিয়ায় ঢালাইয়ের সময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্মাণাধীন একটি গার্ডার ব্রিজ ভেঙে পড়ে।
জানা গেছে, সেতুর কেন্দ্র স্থানান্তর করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক আহত হন। উপজেলার নাদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের নাদমুলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের খালের ওপর নির্মাণাধীন ২৩ মিটার দীর্ঘ সেতু মঙ্গলবার বিকেলে ভেঙে পড়ে। সেতুটি নাদমুলা ৪ ও ৬ নং ওয়ার্ডের খালের উপর। ৬ নং ওয়ার্ডের সদস্য মো সওগাত হোসেন জানান, নির্মাণাধীন সেতুর নীচের খুঁটি বিকেল সোয়া ৫ টার দিকে হঠাৎ ভেঙে পড়ে। এতে দুই শ্রমিক আহত হন।
নাদমুলা শিয়ালকাঠি ইউপির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বলেন, কোনো কারণে সেতুর কেন্দ্রে কাঠ সরিয়ে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মাসুমুর রহমান বিশ্বাস জানান, দুর্ঘটনা থেকে লাফিয়ে পড়লে দুই শ্রমিক সামান্য আহত হন। ভান্ডারিয়া উপজেলা প্রকৌশলী। বদরুল আলম জানান, বর্তমানে তিনি প্রশিক্ষণ নিচ্ছেন। যাইহোক, তিনি শুনেছেন যে ব্রিজটি ভেঙে পড়েছে।