২ টাকার নোট পৃথিবীর সবথেকে সুন্দর – আকবর !!
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে পাকিস্তানি সরকারি বাহিনীর গু’লিতে প্রা’ণ দান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শ’হীদের আ’ত্মত্যা’গে আমরা ফিরে পাই আমাদের প্রা’ণের ভাষা বাংলা।
এদিকে ভাষা শহীদদের স্মরণে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে সকল ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী ।
আকবর আলী একটি দুই টাকার নোটের একটা ছবি পোস্ট করে লিখেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’ ‘সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। পৃথিবীর সবথেকে সুন্দর টাকার নোট।’