৪২ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে বাংলাদেশকে চাপ দিচ্ছে সৌদি আরব !!
এই মুহূর্তে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে প্রায় ৪২ হাজার রোহিঙ্গা রয়েছে। সৌদি সরকার সূত্রে খবর, বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে রোহিঙ্গারা আকাশপথে দেশে প্রবেশ করেছে। এবার এদের বাংলাদেশ ফিরিয়ে নিক। এই প্রসঙ্গে গত বছর একাধিকবার বাংলাদেশকে চিঠি দিয়েছে সৌদি আরব। ওই চিঠির জবাবে বাংলাদেশ বিষয়টি আরও বিস্তারিতভাবে জানাতে সৌদি আরবকে অনুরোধ করেছে। ঢাকায় ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা দুই দেশের যৌথ কমিশনের বৈঠকে সৌদি আরব প্রসঙ্গটি তুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দুই দেশের কূটনৈতিক বিশ্লেষকরা।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানিয়েছেন, এবারের আলোচনায় বাংলাদেশ কর্মী পাঠানো, ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দেবে। সৌদি আরবের অগ্রাধিকার থাকবে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি। ওই দেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যর্পণ নিয়ে দু’দেশের মধ্যে আরও আলোচনা হবে।
সূত্রঃ বিডি২৪লাইভ