৫ কেন্দ্রের ফলাফল, এগিয়ে আছে তাবিথ আর পিছিয়ে আতিক !!
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১১৫৮ ভোট। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১০৬১ভোট।
এর আগে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তর সিটি কর্পোরেশনের ১৩১৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।। ঢাকা উত্তরে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ২৫১জন।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সময় বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়াসহ নানান অভিযোগ করেছেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
উত্তরের ৬ মেয়র প্রার্থী- পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, ক্ষমতাসীন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক ও এনপিপির আনিসুর রহমান দেওয়ান।
সূত্রঃ বিডি২৪ লাইভ