৭ মৃ’ত ব্যক্তির কার্ডে চাল ওঠানোর চেষ্টা ইউপি সদস্যের !!
টাঙ্গাইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সাত জন মৃ’ত ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলনের চেষ্টার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ছানোয়ার হোসেন টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।ইউএনও আতিকুল ইসলাম বলেন, ‘ইউপি সদস্য ছানোয়ার তার এলাকার সাত জন মৃ’ত ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলন করার চেষ্টা করছিল। এমন খবর পেয়ে আমরা তাকে আটক করি। এই কার্ড গুলোর মালিক সবাই মারা গেছে। নিয়ম অনুযায়ী কার্ডগুলো আমাদের কাছে জমা দেওয়ার কথা।
কিন্তু তিনি জমা না দিয়ে নামে বেনামে চাল উত্তোলন করে আত্মসাৎ করেছে।’ তিনি আরও বলেন, ‘পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার ইউনিয়ন সদস্যপদ বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হবে।’
সূত্রঃ বিডি২৪লাইভ