আজকের ম্যাচে বাংলাদেশকে জিততে হলে দায়িত্ব নিতে হবে এই ৩ জনকে !!
সিরিজ জেতার জন্য বাংলাদেশ দলকে যে এই ম্যাচেই জিততেই হবে। তাইতো এই ম্যাচে দায়িত্ব নিতে হবে ইয়ং খেলোয়াড়দেরকেই। এইক্ষেত্রে সিনিয়রদের পাশাপাশি দায়িত্ব নিতে হবে বিপ্লব-আফিফ-লিটনকে।
বাংলাদেশের ১ম ম্যাচে আফিফ-বিপ্লব ভালো করলেও ভালো করতে পারেননি লিটন। মাত্র ৯ রান করেই আউট হোন তিনি। তবে ৩য় ম্যাচে যে এর কোন বিকল্প নেই। এই ম্যাচে য জিততেই হবে। আর এই ম্যাচে জেতার জন্যই যে দায়িত্ব নিতে হবে এই ৩ জনকে।
এখন দেখার বিষয় এই যে এই ৩ জন কি দায়িত্ব নিতে পারেন কিনা!