বুলবুলের তাণ্ডব, ৯ জেলায় ১০ জনের মৃ’ত্যু !!
বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভেঙ্গেছে, অন্তত এক লাখ গাছ উপড়ে পড়েছে এবং কমপক্ষে ৫০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ৯টি জেলায় প্রাণ হারিয়েছেন ১০ জন। খুলনা, পটুয়াখালী, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, বরগুনা, মাদারীপুর, বাগেরহাট ও গোপালগঞ্জ এই জেলাগুলোতে প্রাণহানির ঘটনা ঘটে রবিবার (১০ নভেম্বর) সকালে।
রবিবার ভোর পাঁচটায় বুলবুল কিছুটা শক্তি হারিয়ে খুলনা উপকূল অতিক্রম করে বাংলাদেশের মূল ভূখন্ডে আঘাত করে। আক্রান্ত এলাকাগুলোর বেশিরভাগ লোক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়ায় প্রাণহানির ঘটনা অন্যান্য যেকোনো সময়ের চেয়ে কম হয়েছে। তবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচণ্ড।