ম্যাচ হেরে যাদেরকে দুষলেন রিয়াদ !!
তীরে এসেই আবারো তরী ডুবলো বাংলাদেশ দলের। এই ম্যাচটিই তারা হারলো ৩০ রানেই। আর এই ম্যাচে হেরেই রিয়াদ দোষারোপ করেন দলের মিডল অর্ডারকে।
এই ব্যাপারে তিনি বলেন ,’ এই ম্যাচটি আমাদের জন্য জেতার ভালো সুযোগ ছিলো। কিন্তু আমরা সেটা পারিনি। কিন্তু আমাদের ভালো একটা মোমেন্টাম ছিলো।
কিন্তু আমাদের মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। যার কারণেই এই ম্যাচে আমাদের হারতে হয়। তবে আমরা ভালো করার চেষ্টা করবো।’উল্লেখ্য যে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৩০ রানে হারায় টিম ইন্ডিয়া।