ট্রাম্পকে ‘ঈশ্বর’ ভেবে পূজা করছেন ভারতীয়রা !!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতীয় নারী-পুরুষরা পূজা করছেন- এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে।রুশ গণমাধ্যম আরটি’র ফেসবুক পেজ ‘RT Play’ থেকে গতকাল শনিবার ভিডিওটি পোস্ট করা হয়। এরপরই ভিডিওটি বিভিন্ন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত ভিডিওটি ৭২৫ জন শেয়ার করেছেন। ভিডিওটি ৬১ হাজার বার দেখা হয়েছে। ৩৫৪ জন ব্যক্তি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।ভিডিওটির শিরোনাম করা হয়েছে- ট্রাম্পকে ভারতের ঈশ্বর ভেবে পূজা করছেন একজন মানুষ। অর্থাৎ ভারতের জন্য ট্রাম্প কল্যাণকর ভেবে এই পূজা করা হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি পূজার আসনে ট্রাম্পের ছবি বসিয়ে তার কপালে তিলক দিচ্ছেন। মাটিতে কপাল ঠেকিয়ে ট্রাম্পকে ভক্তি করছেন। এসময় অনেক নারীকেও মার্কিন প্রেসিডেন্টকে পূজা করতে দেখা গেছে।এরপর গাছের নীচে ট্রাম্পের ছবি বসিয়েও পূজা করতে দেখা গেছে ভিডিওতে।
ভিডিওটির শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাসতে দেখা গেছে। তবে পুতিনের হাসির অংশ যে আলাদাভাবে ভিডিওর সঙ্গে যোগ করা হয়েছে তা স্পষ্ট।