পাচারের সময় যেভাবে পোলান্ড সীমান্তে ৯টি বাঘ উদ্ধার !!
বিশেষ ট্রাকে করে সার্কাসের জন্যে পাচার করা হচ্ছিল ৯টি বাঘ। সীমান্ত পার হবার সময় ড্রাইভারসহ ধরা পড়ল ট্রাক। ভেতরে পাওয়া বাঘগুলোর অবস্থা খুবই সঙ্গীন ছিল। টানা কয়েকদিন অনাহারে থেকে নিজেদের মলমূত্রের ওপরই নেতিয়ে পড়েছিল বাঘগুলো ঘটনাটি ঘটেছে পশ্চিম পোলান্ডে।
ইটালি থেকে ট্রাকে করে রাশিয়ায় পাচার করা হচ্ছিল বাঘগুলো। পথিমধ্যে বেলারুশ সীমান্তে এগুলো ধরা পড়ে। এখন ৯টি বাঘকেই রাখা হয়েছে পোলান্ডের পোজম্যান চিড়িয়াখানায়। সেখানে পর্যাপ্ত খাবার ও যত্ন পেয়ে আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বাঘগুলো।
পোজম্যান চিড়িয়াখানার বর্ণনা মতে, বাঘগুলিকে যখন পাওয়া যায় তখন এমন অবস্থা ছিলো যে, তারা বাঁচার অবস্থায় ছিলো না। তাদের নিজেদের মলমূত্র দ্বারা তাদের পশম আটকে ছিলো। তারা মানসিক চাপের মধ্যে ভয়াবহ অবস্থা ছিলো। পোজন্যান চিড়িয়াখানার একজন মুখপাত্র বলেছেন যে, বাঘগুলিকে স্পেনে ডাস সংস্থা অ্যানিমাল অ্যাডভোকেসি অ্যান্ড প্রোটেকশন পরিচালিত একটি বিশেষ সুবিধায় স্থানান্তর করা হবে।