‘ঝুমা বৌদি’র নতুন ভিডিও ভাইরাল !!
সময়ের আলোচিত ভোজপুরি সিনেমার হট হিরোইন মোনালিসা এক দুপুর ঠাকুরপো -র সুবাদে আলোচনায় আসেন। তাই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও ভালোই নজর থাকে সকলের।
নিয়মিত ফটো পোস্ট করা থেকে ভিডিও আপডেট করা সবকিছুই করে থাকেন মোনালিসা ৷ তবে এবার একেবারে অভিনব ভিডিও পোস্ট করে ভাইরাল করে দিলেন তিনি ৷
এবার মঞ্চে কাপিয়ে দিলেন মোনালিসা। গোলাপি রঙের লেহঙ্গা পরে মোনালিসা যখন মঞ্চে হাজির, তখন তার ঠুমকায় দর্শকদের মন ভলিবলের মতো লাফাচ্ছে। ‘নাচ বলিয়ে-৯’র সেটে স্বামী বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে ‘টিঙ্কু জিয়ার’ তালে নাচলেন মোনালিসা।নিজেই সেই ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে! আর পোস্ট হতেই মুহূর্তেই ভাইরাল।