নুসরাতের বিরুদ্ধে যে ক্ষোভ প্রকাশ করল ভক্তরা !!
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষ্যে রবিবার (১০ নভেম্বর) সেদিন মিলাদুন্নবীর দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন নুসরাত। সেখানেই পরপর কমেন্টবক্সে নুসরাতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। অনেকের দাবি, নুসরাত অনেক পাপ করেছেন। আর মিলাদুন্নবীতে শুভেচ্ছা জানিয়ে সেই পাপ মোচন সম্ভব নয়। তার উচিৎ আল্লার কাছে দ্রুত ক্ষমা চাওয়া।
তার ওই পোস্টে অনেকেই অনেক মন্তব্য করেছেন। কেউ বলেছেন, জাহান্নমের কথা ভেবে নিজেকে সময় থাকতে শুধরে নিন, মৃত্যুর পর সঙ্গে কিছুই যাবে না। কেউ আবার বলেছেন, নুসরাতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিৎ। নুসরাতকে ভণ্ড বলেও উল্লেখ করে এক ব্যবহারকারী লেখেন, সময় থাকতে ভালো হয়ে যান। যদিও অভিনেত্রী এসব কোনো মন্তব্যের জবাবেই মুখ খোলেননি।