টি-২০ র্যাংকিং থেকে বাদ দেওয়া হলো সাকিবকে !!
নিষেধাজ্ঞার জালে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয় সাকিবকে। এবার সেই সাকিবকেই আইসিসি র্যাংকিং থেকেই বাদ দেওয়া হলো। আজকেই বাদ দেওয়া হয় তাকে।
নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) খাতা থেকেও যেন মুছে যাচ্ছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের নাম। অস্ট্রেলিয়া-পাকিস্তান, ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নতুন র্যাংকিং প্রকাশ করেছে।
সবশেষ র্যাংকিংয়ের তিন ক্যাটাগরিতে কোথাও পাওয়া যায়নি সাকিবের নাম।