জানুন ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান !!
আজ ১২ নভেম্বর ওয়ানডে র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর এই র্যাকিংয়ে বাংলাদেশ দল অবস্থান করছে তালিকার সাত নম্বরে।বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট হল ৮৬। বাংলাদেশের সামনে আছে সাতটি দেশ।
সবার উপরে আছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২৫। দুই নম্বরে আছে ভারত। ১২২ পয়েন্ট তার। ১১২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে নিউজিল্যান্ড।
চার নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। ১১০ পয়েন্ট তাদের। ৯৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে পাকিস্তান। ৮ নম্বরে আছে শ্রীলঙ্কা। তাদের রেটিং পয়েন্ট ৮১। ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৮। আছে তালিকার ৯ নম্বরে। ১০ নম্বরে আছে আফানিস্তান। তাদের পয়েন্ট ৫৭।