গাছের চারা বহন করায় দুই বাংলাদেশির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া !!
নিজেদের জৈব সুরক্ষা অবস্থানকে শক্তিশালী করতে নতুন আইন প্রবর্তন করেছে অস্ট্রেলিয়া। যে আইনের খড়গে দুই বাংলাদেশির ভ্রমণ ভিসা বাতিল করেছে দেশটি। তাদের বিরুদ্ধে অপরাধ, ঘোষণা না দিয়ে ২১টি গাছের চারা বহন করেছিলেন। একই সঙ্গে তাদের বাংলাদেশে ফেরতও পাঠানো হয়েছে। গত রবিবার অস্ট্রেলিয়ার পার্থ বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়ার জৈব সুরক্ষা বিভাগের ভেরিফায়েড ফেসবুকে এ নিয়ে ছবি সংবলিত সংবাদ প্রচার করে। নতুন আইন প্রবর্তনের পরে এটি এক মাসের মধ্যে চতুর্থ ভিসা বাতিলের ঘটনা।
জানা গেছে, বাংলাদেশ থেকে আগত যাত্রীরা তাদের যাত্রী কার্ডে সঙ্গে থাকা চালের ঘোষণা দিলেও লাগেজের মধ্যে চারা গাছ থাকার কথা ঘোষণা করেননি। পরে বিমানবন্দরের তল্লাশির সময় ধরা পড়ে। আইন অনুযায়ী, পূর্ব ঘোষণা না দেওয়ায় ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে এই যাত্রীদের ওপর আগামী তিন বছর অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দেশকে ক্ষতিকারক উদ্ভিদ কীটপতঙ্গ থেকে মুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টার অংশ হিসেবে তারা এমন আইন প্রনয়ণ করেছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী ও সিনেটর ব্রিজেট ম্যাকেনজি।
তিনি বলেন, কৃষিক্ষেত্রকে ঝুঁকিমুক্ত রাখতে তারা কঠোর অবস্থান নিয়েছে। কারণ বহিরাগত গাছপালা উদ্ভিদ কীট এবং রোগ বহন করতে পারে যা আমাদের খাদ্য উৎপাদন এবং কৃষিক্ষেত্রকে ধ্বংস করতে পারে।
বিদেশ থেকে ফিরে আসার সময় একই কাজ কোনো অস্ট্রেলিয়ান নাগরিক করলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি মামলার ব্যবস্থা নিতে পারে আদালত। হতে পারে ৪ লাখ ২০ হাজার ডলার পর্যন্ত জরিমানা এবং ১০ বছরের কারাদণ্ডের আদেশ।