তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা, তীব্র শীতের আভাস !!
বাংলাদেশের সর্বউত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। অর্থনৈতিক দিক দিয়েও পিছিয়ে থাকা অঞ্চলগুলোর মধ্যেও এটি একটি। ফলে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রেই এ অঞ্চলের মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। প্রতিবছরই দেশের অন্য অঞ্চলের তুলনায় তীব্র শীত পড়ে এই অঞ্চলে। ফলে শিশু, বৃদ্ধসহ অনেকেই পড়েন সীমাহীন দুর্ভোগে।
আর এবারও যে ওই অঞ্চলে তীব্র শীত পড়তে যাচ্ছে, সেই ইঙ্গিত দেখা দিতে শুরু করেছে প্রকৃতি। দেশের অনেক অঞ্চলে যখন বইছে শীতের আগমনী বার্তা, তখন তেঁতুলিয়ায় যেন শীত চলেই এসেছে।
আজ ১৩ নভেম্বর বুধবার আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যেখানে রাজধানীতে সর্বনিম্ন ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শুধু তাই নয়, টানা ১৩ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘ওই অঞ্চলে শীত অনুভূত হচ্ছে। ঢাকায় আমরা যে গরম কাপড় ব্যবহার করি, সেগুলো সেখানে ব্যবহার করলে চলবে না। সেখানে এখন মোটা কাপড় জাতীয় কিছু লাগবে।’