উড়ন্ত বিমান থেকে লা’শ হয়ে বাগানে পড়া সেই যুবকের পরিচয় মিলেছে !!
উড়ন্ত বিমান থেকে লা’শ হয়ে বাগানে পড়া সেই নাইজেরিয়ান যুবকের পরিচয় মিলেছে।গত জুনে ওই ঘটনা ঘটলেও অবশেষে মার্কিন টেলিভিশন চ্যানেল স্কাই নিউজের অনুসন্ধানে তার পরিচয় পা্ওয়া গেছে।
বিবিসির এক খবরে বলা হয়েছে, ওই যুবকের নাম পল মানিয়াসি। কেনিয়ার নাইরোবি বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন ওই নাইজেরিয়ান যুবক।
বিবিসির আরও বলা হয়েছে, নাইজেরিয়ান ওই যুবক লন্ডনে যাওয়ার শখ মেটাতে বিমানের ল্যান্ডিং গিয়ারে চড়ে বসেন। পরে তার লা’শ উড়ন্ত বিমান থেকে পড়ে লন্ডনের একটি বাড়ির বাগানে।
খবরে বলা হয়, লন্ডনের হিথরো বিমানবন্দরগামী কেনিয়ান এয়ারওয়েজের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে চড়ে বসেন তিনি। সে সময় বিমানের ল্যান্ডিং গিয়ারের খোপের ভেতর একটি ব্যাগ, পানি এবং কিছু খাবার পাওয়া গিয়েছিল।
গত জুন মাসে লন্ডনের দক্ষিণে ক্ল্যাফাম এলাকার একজন বাসিন্দা বিকেলে তার বাড়ির বাগানে রোদ পোহাচ্ছিলেন। আনুমানিক পৌনে ৪টার দিকে তার চোখের সামনে মাত্র কয়েক গজ দূরে আকাশ থেকে ধপ করে একটি মৃতদেহ এসে পড়ে। রক্তে ভেসে যায় তার বাগানের একাংশ।