যে কারণে ‘হট প্যান্ট’ পরে রাস্তায় নারী পুলিশ !!
বর্তমানে পথে-ঘাটে মাথায় লাল টুপি সঙ্গে কালো রঙের হট প্যান্ট আর টি-শার্ট পরে ট্রাফিক-সহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে একদল সুন্দরী তরুণীকে। কালো টি-শার্টের এক কোনায় ইংরেজিতে লেখা রয়েছে পুলিশ।
পর্যটকদের আকৃষ্ট করতে নারী পুলিশ সদস্যদের হট প্যান্ট পরার নির্দেশ দেয়ার পর এরইমধ্যে বদলে গেছে লেবাননের নারী পুলিশের ইউনিফর্ম। মাস খানেক আগে তাদের এমন নির্দেশনা দিয়েছিলেন দেশটির এক মেয়র। দেশটির ব্রুমানা শহরের মেয়র পিয়েরে আক্সার এমন সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তি হিসেবে তিনি বলছেন, শহরে পর্যটক টানতেই এখানকার নারী পুলিশ কর্মীদের হট প্যান্ট পরার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই না, পুলিশ কর্মীদের দীর্ঘদিনের ইউনিফর্মের আধুনিকীকরণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ওই মেয়রের মতে, একটা সময় মেয়েদের জিন্স পরাকেও অশালীন পোশাকের তালিকায় রাখা হতো। তবে বর্তমানে মানুষের ভাবনা চিন্তা বদল হয়েছে। তাই পুলিশের ইউনিফর্মেরও পরিবর্তন হওয়া জরুরি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই শুরু হয়েছে।