‘যাঁরা গরুর মাংস খায়, তাঁদের কুকুরের মাংসও খাওয়া উচিত’: বিজেপি সভাপতি !!
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বিতর্কিত কথা বলার জন্য বেশ পরিচিত। সম্প্রতি, তিনি বলেছেন, যে বুদ্ধিজীবীরা গরুর মাংস খান, তাঁদের কুকুরের মাংসও খাওয়া উচিত। ‘গরু আমাদের মা, গোহত্যাকারীদের সমাজবিরোধী হিসেবেই দেখি।
গরুর দুধে সোনা রয়েছে, আর সে কারণেই দুধের রং হলদেটে। কেউ যদি শুধু গরুর দুধ খান, তাহলে আর কিছু খাওয়ার প্রয়োজন নেই।
গোমাংস খাওয়া নিয়ে বুদ্ধিজীবীদের একাংশকে নিশানা করেছেন দিলীপ ঘোষ বলেছেন, ‘‘অনেক শিক্ষিত লোক রয়েছেন, যাঁরা রাস্তার ধারে গো মাংস খান। কেন শুধু গরু খান? তাঁরা তো কুকুরের মাংসও খেতে পারেন। অন্যান্য পশুর মাংসও খেতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য ভাল। কিন্তু নিজের বাড়িতে বসে খান।
প্রসঙ্গত, এর আগে গত আগস্টে তৃণমূল কর্মীদের পিটিয়ে মারার আহ্বান জানিয়েছিলেন তিনি। কেবল তৃণমূল কর্মীরাই নয়, পুলিশকেও তাঁর রোষানলের শিকার হতে হয়েছে। পুলিশকে হুমকি দিয়ে দিলীপ বলেছিলেন, পুলিশকে তিনি নগ্ন করে মারধর করবেন।