শতকেই ৪ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ !!
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় বাংলাদেশ। ৭ ওভারে দলীয় ১২ রানের মধ্যেই ফিরে গেছেন ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। দুজনেই করেছেন ৬ রান করে। দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই হারিয়ে অধিনায়ক মুমিনুল হক ও মোহাম্মাদ মিথুন কিছুটা ম্যাচের হাল ধরেন। কিন্তু শামীর বলে বাজে ফুটয়ার্কে এলবি ডাব্লিউ’র ফাঁদে পড়েন ডানহাতি ব্যাটসম্যান মিথুন।
মিথুনের বিদায়ের পর মুশি-মমিনুলের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলো। কিন্তু অশ্বিনের অফ কাটার বলকে ঠিকমতো পড়তে পারেননি অধিনায়ক মমিনুল। নিজস্ব ৩৭ রানে অশ্বিনের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। এই রিপোর্ট লেখা অবধি টাইগারদের সংগ্রহ ৩৮ ওভারে ৪ উইকেটে ১০০ রান। উইকেটে আছেন মুশফিকুর রহিম (৩৪) এবং মাহমুদুল্লাহ (১) ।
ভারত: বিরাট কোহলি, রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, কুলদীপ যাদব, মুহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ।
বাংলাদেশ: মমিনুল হক, আল-আমিন হোসেন, ইমরুল কায়েস, শাদমান ইসলাম, সইফ হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মুহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নইম হাসান, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।