বিপিএলে এ প্লাস ক্যাটাগরিতে জায়গা পেল যে পাঁচজন !!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর বঙ্গবন্ধু বিপিএল নামে মাঠে গড়াবে। এই আসর শুরু হবে আগামী ডিসেম্বর মাসে।বিপিএলের এবারের আসরে দেশি ক্রিকেটারদের মধ্যে কে কোন গ্রেডে থাকবে তা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে দামী এ প্লাস ক্যাটাগরিতে আছে পাঁচজন। এরা হলেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান।
এই প্লাস ক্যাটগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য হল- ৪০ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত।