বাংলাদেশে ২১০, লন্ডনে ৩৫ টাকা !!
বাংলাদেশের চেয়ে সুদূর লণ্ডনে পেঁয়াজের দাম অনেক কম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেল এলাকায় এটা নিয়ে বেশ উষ্মা প্রকাশ করতে দেখা গেল প্রবাসী বাংলাদেশিদের। আলতা মিয়া নামের একজনতো রসিকতা করে বলেই ফেললেন, অবস্থা দেখে মনে হচ্ছে লন্ডন থেকে কার্গো করে বাংলাদেশে পেঁয়াজ পাঠালে লাভ বেশি! পৃথিবীর অন্যতম খরুচে শহর লন্ডনের সাথে বাংলাদেশের পিয়াজের বর্তমান দাম যাচাই করলে এটা মনে হতেই পারে।
এদিকে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশের খুচরা বাজারে পিয়াজের দাম কেজি প্রতি ২১০ থেকে ২২০ টাকায় দাঁড়িয়েছে। এদিকে, লন্ডনের বাজারে পেঁয়াজের খুচরা মূল্য প্রতি কেজি বাংলাদেশি টাকায় ৫৫ টাকা করে। আবার বিভিন্ন বড় বড় গ্রোসারি শপে ২৫ কেজি পেঁয়াজের বস্তার দাম ৮ পাউন্ড, যা কেজি দরে হিসাব করলে ৩২ পেন্স দাম হয়, যা বাংলাদেশি টাকায় ৩৫ টাকা প্রতি কেজি পড়ে। অন্যদিকে লণ্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় পেঁয়াজের দাম নিয়ে কেউ কেউ রসিকতায় মেতে উঠেছিলেন, অনেকেই আবার বিরক্তি প্রকাশ করেছিলেন। বাংলাদেশের লক্ষাধিক পরিবার ব্রিটেন প্রবাসীদের পাঠানো টাকার উপর নির্ভরশীল। আর বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উঠা নামার উপর প্রবাসীদের জীবনযাত্রা অনেকটাই নির্ভর করে। দেশের অনেক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সালমান আলী নামে একজন বলেন, দেশের মানুষের দোষ দিয়ে কি লাভ! এক পিয়াজের দাম যেভাবে লাফিয়ে বাড়ছে, সেভাবে আমাদেরও টাকা বেশি পাঠাতে হয় দেশে।