মসজিদ-মাদ্রাসায় কাউকে হেয় করার সুযোগ নেই: আল্লামা শফি !!
হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীজীর ঘর, সব ধর্মপ্রাণ মুসলমানদের এই ঘরগুলোকে হেফাজত করতে হবে। এখানে কাউকে কটাক্ষ বা হেয় করার সুযোগ নেই।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ার বড়জোনা মাদ্রাসা নূরুল কুরআন আল ইসলামিয়ার ১৪ বছর পুর্তি উপলক্ষে মাদ্রাসা মাঠে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও ইসলামী মহাসম্মেনে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
আল্লামা শাহ আহমদ শফি বলেন, ঈমান আকিদা ও ইসলামি আদর্শে চলতে হলে কোন একজন হাক্কানী আলেম বা বুজর্গগণের কাছে বয়াত হতে হবে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নির্বাহী সদস্য আল্লামা আশেকে মোস্তফার সভাপতিত্বে এবং মুফতি নিজাম উদ্দিনের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন তানজিমুল মাদারিসিল কওমিয়ার চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক উপসচিব সামসুল আলম, আল্লামা জুনায়েদ আল হাবিব, মুফতি নজরুল ইসলাম কাসেমী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি লুৎফর রহমান প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।
উল্লেখ, ফজরের নামাজের পর থেকে গাজীপুর জেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং বিপুলসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি যোগদান করেন। অসংখ্য নারীরাও আলাদা অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।