স্টেট সিনেট নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা প্রবাসী বাংলাদেশির !!
জর্জিয়ার আটলান্টায় বসবাসরত বাংলাদেশি জস উদ্দীন যুক্তরাষ্ট্রের মুলধারায় নির্বাচনের ঘোষণা দিলেন। জর্জিয়ার স্টেট সিনেট ডিষ্ট্রিক ৪৮ থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন।
বাংলাদেশি ব্যবসায় জস উদ্দীন আশির দশকের শেষ সময় ধরে আটলান্টায় বসবাস করছেন এবং মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত আছেন। এছাড়াও তিনি বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েন অব জর্জিয়ার প্রসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার প্রাক্তন চেয়ারম্যান। ব্যক্তিগত জীবনে জস উদ্দীন ও স্ত্রী ফারজানা উদ্দীন দুই কন্যা সন্তানের পিতা মাতা।