সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রিকশাচালক !!
রিকশাচালক লাল মিয়ার সততায় হারিয়ে যাওয়া প্রায় ২০ লাখ টাকা ফিরে পেলেন বগুড়ায় ব্যবসায়ী রাজীব প্রসাদ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭টার দিকে সাতমা’থায়।
রাজিব প্রসাদ জে’লার নন্দীগ্রাম উপজে’লার রনবাঘা বাজারে রাসায়নিক সারের ব্যবসা করেন এবং সপরিবারে বগুড়া শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।
জানা গেছে, সার ব্যবসায়ী রাজীব প্রসাদ বগুড়া শহরের জ্বলেশ্বরীতলার ভাড়া বাসা থেকে রিকশাযোগে শহরের সাতমা’থায় আসেন তিনটি হাত ব্যাগ নিয়ে যার একটিতে ছিল প্রায় ২০ লাখ টাকা। তিনি ভুল বশত রাজশাহী যাবার তাড়ায় রিকশাতেই ফেলে যান টাকাভর্তি ব্যাগটি। এরপর তিনি গাড়ীতে উঠে বিষয়টি টের পেরে সাতমা’থায় রিকশাচালককে খুঁজেন। কিন্তু না পেয়ে সদর থা’নায় বিষয়টি অবহিত করেন। অ’পরদিকে রিকশাচালক তাকে খুঁজে না পেয়ে শহরের খান্দারের ভাড়া বাসায় টাকা রেখে পুনরায় খুঁজতে থাকেন । এ সময় পু’লিশ অন্যান্য রিকশাচালকদের সহায়তায় তাকে সিসি টিভি ফুটেজ দেখে খান্দার গিয়ে তাকে জিজ্ঞসা করলে লাল মিয়া বিষয়টি স্বীকার করেন। এরপর তার বাড়ীতে নিয়ে গিয়ে টাকা ফেরত দেন।
এদিকে পু’লিশ জানতে পারে লাল মিয়া ভাড়ায় রিকশা চালায়। তাই পু’লিশ তাকে একটি নতুন রিকশা উপহার দেয়ার অনুরোধ করলে তাতে রাজী হন রাজিব প্রসাদ। আগামী রোববার রাজীবের দেয়া রিকশা ও একটি মোবাইল ফোন পু’লিশের মাধ্যমে উপহার দেবেন লাল মিয়াকে।
বগুড়া সদর থা’নার এস আই জহুরুল ইস’লাম জানান, আজো সমাজে মানুষ অনেক মাহনুভবতার পরিচয় দেন, লাল মিয়া তাদেরই একজন। পরে পু’লিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে রাজীব প্রসাদের হাতে তার হা’রানো প্রায় ২০ লাখ টাকা তুলে দেন। এসময় পু’লিশ ও রিকশা চালককে ধন্যবাদ জানান রাজিব।