প্রবাসী ভাই, বিদেশ থেকে এনেছেন পেঁয়াজ !!
পেঁয়াজ এখন সোনার হরিণ। হাতে পাওয়া খুবই দুষ্কর বললে ভুল হবে, হাতে নেয়ার উপায়ই নেই। পেঁয়াজের দাম এখন রীতিমত আকাশ ছোয়া।
এরমধ্যেই দেখা গেল একজন তার বন্ধুর বিয়েতে পেঁয়াজ গিফট করেছে। পেঁয়াজ নিয়ে এমন খবর প্রায়ই আসছে পত্র-পত্রিকায়।সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে ট্রল। পেয়াজ নিয়ে ট্রল। সেটাও খুশিতে নয়, বরং দুঃখে।
এরমধ্যেই ফেসবুকে একটি ছবি ভাইরাল হল। বিদেশ থেকে এক প্রবাসী পেয়াজ নিয়ে এসেছেন দেশে। সত্য বা মিথ্যা বুঝার উপায় নেই, কিন্তু এই ছবিটি ভাইরাল হয়েছে। বিদেশ থেকে যেখানে বিভিন্ন গিফট সামগ্রী আনার কথা সেখানে এনেছেন পেয়াজ। এই জাতিকে এখন খুশি করার জন্য পেঁয়াজই যথেষ্ট।