দেশ ত্যাগের আগে বিমানবন্দরে পেঁয়াজ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী !!
এবার দুবাই এয়ার শোতে অংশ নিতে আজ শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিনের এ সফরে দুটি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল স্বাক্ষর হতে পারে।
এদিকে আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরেও পেঁয়াজ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তিনি বলেন, ‘পেঁয়াজ ছাড়া রান্না সু-স্বাদু হয়। গণভবনেও পেঁয়াজ ছাড়া রান্না হয়।’
এর আগে আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী বলেন, ‘পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে চক্রান্তের সঙ্গে কেউ জড়িত কি না তা খুঁজে দেখা হবে।’ একই সঙ্গে দ্রুত চাহিদা মেটাতে কার্গো বিমানে পেঁয়াজ আনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘এখন পেঁয়াজ বিমানেও উঠে গেছে। কাজেই আর চিন্তা নাই।’ আগামী মঙ্গলবার পেঁয়াজের প্রথম চালান এসে পৌঁছবে।
এদিকে আমিরাত সফরে সমঝোতা স্মারক দুটির একটি হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ও এমিরেটস ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে। অন্যটি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ও এমিরেটস ইকোনমিক জোন অথরিটির মধ্যে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশনের জন্য জমি কেনা বিষয়ে একটি প্রটোকল সই হবে। মঙ্গলবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।