এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল যেটি !!
এবারের বিপিএল আয়োজন যে হবে অন্য এক রকমেই। এবারের বিপিএল আয়োজনের দায়িত্ব নেওয়া হয়েছে বিসিবি থেকেই। আর এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হলো আজকেই।
এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে ঢাকা। যমুনা ব্যাংকের এই দলটিকে এক নজরে নিচের এই তালিকা থেকে দেখে নেওয়া যাকঃ
ঢাকা প্লাটুন
১. তামিম ইকবাল
২. আনামুল হক বিজয়
৩. হাসান মাহমুদ
৪. মেহেদী হাসান
৫. থিসারা পেরেরা (শ্রীলংকা)
৬. লরি ইভান্স (ইংল্যান্ড)
৭. আরিফুল হক
৮. মমিনুল হক
৯. শুভাগত হোম
১০. মাশরাফি বিন মর্তুজা
১১. ওহাব রিয়াজ (পাকিস্তান)
১২. আসিফ আলি (পাকিস্তান)
১৩. রকিবুল হাসান
১৪. জাকির আলী