নতুন আইন কার্যকরের ১৮ দিনেও পরিবর্তন নেই !!
দেশের মানুষকে সচেতন করতে সরকার কর্তৃক নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করা হয়েছে। কিন্তু সড়ক পরিবহন আইন কার্যকরের ১৮ দিনেও দেখা যায়নি দৃশ্যমান কোনো পরিবর্তন। চোখে পড়েনি ট্রাফিক পুলিশের তেমন তৎপরতাও। পথচারীরা আগের মতোই যত্রতত্র রাস্তা পার হচ্ছেন। অধিকাংশই জেব্রা ক্রসিং আর ফুট ওভারব্রিজ ব্যবহার করছেন না।
রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে চালকদের সিটবেল্ট বাঁধতে দেখা যায়নি। অধিকাংশ গণপরিবহনে নেই সরকার নির্ধারিত ভাড়ার তালিকা। যাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে ভাড়া। চলছে আগের মতোই যত্রতত্র যাত্রী ওঠানামা। সাধারণ মানুষের দাবি, নতুন আইন সম্পের্কে ঠিকঠাক জানেননা তারা। অন্যদিকে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক কার্যক্রমও চোখে পরেনি অধিকাংশ স্থানে।