কানাডার সম্মানজনক জাতিগত পুরস্কার পেয়েছেন প্রবাসী বাংলাদেশি !!
গণমাধ্যমে কমিউনিটিতে বিশ্বে সেবায় অবদান রাখার জন্য কানাডার সম্মানজনক জাতিগত পুরস্কার পেয়েছেন সে দেশে প্রকাশিত দি প্রবাসী পত্রিকার প্রধান সম্পাদক ও কানাডা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এম মনিরুজ্জামান।
টরন্টো সিটি হলে মেয়র টন্টরি ও অন্টরিও প্রদেশের পর্যটন সংস্কৃতি ক্রিয়া মন্ত্রী লিসা মেক্লয়াড শুক্রবার রাতে এ সম্মাননা তার হাতে তুলে দেন। এম মনিরুজ্জামান কানাডার খ্যাতনামা ব্যবসায়ী প্রতিষ্ঠান বুলিয়ন মার্টের প্রেসিডেন্ট ও সিইও।
এর আগে তিনি বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তার মধ্যে কানাডার আলোচিত ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড। টরন্টো প্রবাসী মনিরুজ্জামানকে উদ্ভাবনী সফল ব্যবসায়ী হিসেবে সন্মানজনক এই পুরস্কার দিয়েছে, টান্সফরমেশন ইনষ্টিটিউট ফর লিডারশীপ এন্ড ইনোভেশন। যারা প্রতিবছর কানাডার খ্যাতিমান নেতৃত্বাস্থানীয়দের এই সন্মানে ভূষিত করে।
এছাড়া বাংলাদেশের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে সর্বোচ্চ রফতানির জন্য উদ্যোক্তা পুরস্কারও পেয়েছেন তিনি।