শাকিব খানকে জরিমানাসহ ১ বছরের জেল দিলো ভ্রাম্যমাণ আদালত !!
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে খানের রাজধানীর নিকেতনের বাড়িতে অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করার অভিযোগে অভিযান চালিয়েছে রাজউক।
এ সময় শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে সেই অসংলগ্নতা ধরা পড়ে। ঘটনাস্থলে ১০ লাখ টাকা জরিমানা করে অনাদায়ে ১ বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, রাজধানীর নিকেতনে রাজউক কর্তৃক অনুমোদিত নকশা না মেনে বাড়ি করায় তাকে জরিমানা করা হয়েছে। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন।
এ ব্যাপারে মোহাম্মদ হোসেন বলেন, ‘সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত নিকেতন এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খান ওরফে রানা’র বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।’জরিমানা করেন রাজউকের নির্বাহী মেজিস্ট্রেট আশরাফ হোসেন।