চাকরি ছেড়ে মাশরুম চাষ, যেভাবে লাখপতির বনে গেলেন তরুণী !!
বর্তমানে দক্ষিন এশিয়াতে চাকরীর বাঁজার খুবই খারাপ। তাই অনেকেই চাকরীর বিকল্প ভাবতে শুরু করেছেন। অনেকেই চাকরী ছেড়ে ব্যবসা করে সফলও হয়েছেন।সম্প্রতি, ভারতের এক নারী চাকরী ছেড়ে মাশরুম চাষ করে লাখপতির বনে গেছেন। তার নাম মনিকা চৌধুরী।
জানা যায়, ১৫ বছর চাকরি করা মনিকা চাকরি ছেড়ে নিজের কিছু ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন। তার স্বামীর এক বন্ধু প্রথম তাকে মাশরুম চাষের পরামর্শ দেন। সেই বন্ধুই তাকে ডিরেক্টরেট অব মাশরুম রিসার্চের একটি প্রশিক্ষণে যোগ দেওয়ার কথা জানান। মাশরুম চাষের পদ্ধতি এবং মাশরুমের উপকারিতা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে।
প্রশিক্ষণে যোগ দেওয়ার পরই মনিকা মাশরুম চাষ শুরু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ছেড়ে দেন চাকরি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই তরুণীর। হয়ে গেছেন লাখপতি।