তাঁর অধীনেই পাকিস্তান ক্রিকেটে সোনালী সময় ফিরে পাবে: ইমরান খান !!
পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশের ক্রিকেট নিয়ে খুব একটা কথা বলেন না ইমরান। তবে এবার রাজনৈতিক দ্যিত্ব থেকে এক সপ্তাহের বিরতি নিয়ে তিনি নজর দিয়েছেন ক্রিকেটে।
দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামোগত উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন ইমরান, একইসঙ্গে সাধুবাদ জানিয়েছে মিসবাহর নতুন সব সিদ্ধান্তকে।
যার মধ্যে রয়েছে সরফরাজকে দলের বাইরে রাখার সিদ্ধান্তটিও। তবে এ বিষয়ে আবার সরফরাজের পক্ষেও কথা বলেছেন ইমরান খান। সফরাজকে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এসময় মিসবাহর প্রতি নিজের আস্থার কথা জানিয়ে ইমরান খান বলেন, ‘মিসবাহকে এই দায়িত্ব দেয়াটা আমাদের গঠনগত সিদ্ধান্ত ছিলো। কারণ সে একজন নিরপেক্ষ ও সৎ ব্যক্তি।
যার কি না অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি তার অধীনেই টেস্ট ও ওয়ানডেতে পাকিস্তান সোনালী সময় ফিরে পাবে। খেলোয়াড়দের উজ্জীবিত করার দারুণ ক্ষমতা রয়েছে তার।’