অসহায় নারীর ৪০ হাজার টাকা উদ্ধার করলেন ওসি !!
নিজের আত্নীয়ের কাছে বিকাশে ৪০ হাজার টাকা পাঠাচ্ছিলেন আঞ্জুরা বেগম। কিন্তু ভুল করে সেই টাকা চলে যায় পাবনার জেলার সাথিয়া উপজেলার এক বিকাশ এজেন্টের নাম্বারে। এরপর টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন আঞ্জুরা। বিকাশ এজেন্টের ওই নাম্বারে টাকা ফেরত চেয়ে একাধিকবার আঞ্জুরা ফোন করলেও এজেন্ট টাকা ফেরত দেয়নি। অবশেষে টাকা উদ্ধারের জন্য আঞ্জুরা বেগম কালীগঞ্জ থানা পুলিশের কাছে আইনী সহায়তা চান। আর বিকাশে চলে যাওয়া সেই টাকা উদ্ধার করে আঞ্জুরার হাতে তুলে দেন থানার ওসি মাহফুজুর রহমান।
ওসি মাহফুজুর রহমান জানান, গত ১৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের আব্দুল আলীমের স্ত্রী আঞ্জুরা বেগম নিজের এক আত্নীয়ের একটি বিকাশ নাম্বারে ৪০ হাজার টাকা পাঠাচ্ছিলেন। কিন্তু ভুল নাম্বারে সেই টাকা চলে যায় পাবনার সাথিয়া উপজেলার এক বিকাশ এজেন্টের কাছে। এরপর টাকা ফেরত চেয়ে আঞ্জুরা বার বার তার কাছে ফোন দিলেও এজেন্ট টাকা ফেরত না দিয়ে নানা তালবাহানা করে।
এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলে তদন্তকারী কর্মকর্তা এসআই সাগর শিকদার কললিস্টের সূত্র ধরে ওই এজেন্টের কাছ থেকে ৪০ হাজার ফেরত আনেন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে আঞ্জুরাকে থানায় ডেকে তার হাতে ৪০ হাজার টাকা ফেরত দেন ওসি। এ সময় আঞ্জুরাসহ তার পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে উঠে।
অনুভুতি প্রকাশ করে ওসি মাহফুজুর রহমান জানান, একজন বিপদগ্রস্থ নারীর টাকা উদ্ধার করে তার হাতে ফেরত দিতে পেরে ভাল লাগছে। তাছাড়া এটি আমার দায়িত্ব। দায়িত্ববোধ থেকে দ্রুত সময়ের মধ্যে টাকাগুলি উদ্ধার করতে পেরেছি। তাদের হাসি মুখটা দেখে আমার ভাল লেগেছে। আঞ্জুরা বেগম বলেন, টাকা হারিয়ে আমি দুশ্চিতায় ছিলাম। পুলিশ এত দ্রুত সময়ের মধ্যে টাকাগুলি উদ্ধার করে দিতে পারবে তা কখনো ভাবিনি। টাকা ফেরত পেয়ে আমি অনেক খুশি। এজন্য তিনি ওসিসহ থানা পুলিশকে ধন্যবাদ জানান