বাংলাদেশকেই কেন বেছে নেওয়া হলো দিবারাত্রি টেস্টের জন্য জানালেন গাঙ্গুলি !!
দিবারাত্রির ১ম ম্যাচে টিম ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচ যে দুই দলের জন্যই ১ম দিবারাত্রির টেস্ট। আর এই ম্যাচকে কেন আগে বাংলাদেশকেই বাছাই করে নেওয়া হলো তা জানালেন গাঙ্গুলি নিজেই।
বাংলাদেশকে দিবারাত্রি টেস্টের প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়ার কারণ জানিয়ে সৌরভ বলেন, ‘পরবর্তী এক বছর ভারতে আমাদের কোনো টেস্ট নেই। তাই আমরা একি ম্যাচকেই বেছে নিয়েছি।’কলকাতার বাঙালিনা পরিবেশে বাংলাদেশ যেন আরেক হোম টিম। সৌরভের প্রত্যাশা, বাংলাদেশিরা ভালো খেলবে, বাংলাদেশের মত খেলবে।’
ইডেনের উইকেট থেকে শুরু করে সবই তদারকি করেছেন সৌরভ। ম্যাচের আগের দিন কাটিয়েছেন ব্যস্ত সময়। যে পিচ নিয়ে এত কৌতূহল, তার একটা আন্দাজ পাওয়া গেল বিসিসিআই সভাপতির কথায়। তিনি জানান,‘কুইক পিচ, ফাস্ট বোলারদের সহায়তা করবে। ইডেনে বরাবরই তাই। গত চার বছর ধরে।’