পা দিয়ে পিইসি পরীক্ষা দিচ্ছে মুক্তামনি !!
বরিশালের হিজলা উপজেলার পূর্ব পত্তণীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মুক্তামনি হাত হারিয়ে পা দিয়ে পিইসি পরীক্ষা দিচ্ছেন।
জানা যায়, ২ বছর আগে তৃতীয় শ্রেণিতে পড়াকালীন ঢাকার সাভারে যায় মুক্তা। সেখানেই একদিন পাখি ধরতে গিয়ে দুই হাত দিয়ে বৈদ্যুতিক তার চেপে ধরে মুক্তা। তারপর থেকেই ধীরে ধীরে তার দুই হাত বিকল হয়ে যায়।
তারপর, দাদী জাহানারা বেগমের কাছে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে পুনরায় পড়াশোনা করতে চায় মুক্তা।২০১৮ সালে বাবা সেন্টু মিয়া ও মা ঝুমুর মুক্তামনিকে চতুর্থ শ্রেণিতে ভর্তি করিয়ে দেন। নতুন স্কুলজীবনের শুরু থেকেই ডান পায়ের আঙ্গুলের ফাঁকে কলম দিয়ে লেখার অভ্যাস করতে থাকে মুক্তা। আর এখন হাতে লেখা যে কারো মতো স্বাভাবিক গতিতেই পা দিয়ে অনায়াসে লিখে যেতে পারে সে।
মুক্তামনি প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মোসাম্মৎ নাছিমা খানম বলেন, মুক্তা কখনো বিনা কারণে স্কুলে অনুপস্থিত থাকেনি। ওর হাতের লেখা অন্যদের হাতের লেখা চেয়ে অনেক সুন্দর।
আমরা চাই সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলা মুক্তার মাথায় বিজয়ের মুকুট উঠুক।