ঢাকায় জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন !!
শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন তিনি। এই সফরে তিনি রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে বক্তৃতা করবেন।
আজ শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ব্রাকের এ অনুষ্ঠান হবে। চলতি বছরে বাংলাদেশে এটা তার দ্বিতীয় সফর।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বান কি মুন শনিবার বেলা ১১টায় রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ কে মোমেন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।
উল্লেখ্য, এর আগে ৯ জুলাই জলবায়ুবিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। ওই সফরের সময় মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজখবর নিতে তিনি কক্সবাজার গিয়েছিলেন। এর আগে ২০১১ সালে জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন তিনি।