বিদিশাকে নিয়ে মুখ খুললেন এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান !!
বিদিশাকে নিয়ে প্রেসিডেন্ট পার্কে থাকার এখতিয়ার এরিক এরশাদের নেই বলে জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার। শনিবার (২৩ নভেম্বর) এ কথা বলেছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ‘চাইলে তারা বাইরে থাকতে পারবেন।’
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে অনেকটা স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। সন্তান এরিকও প্রেসিডেন্ট পার্কে তার মাকে রাখার সিদ্ধান্ত জানান। এ নিয়ে বিপাকে পড়েন জাপার শীর্ষ নেতৃত্ব। তাদের দাবি, এরিকের ওপর চাপ প্রয়োগ করে নিজের স্বার্থ হাসিল করে নিচ্ছেন বিদিশা।
সরেজমিনে দেখা গেছে, এরশাদের রেখে যাওয়া বাসভবনে এখন অনায়াসে আসছেন-যাচ্ছেন তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের নিজস্ব লোকজন। বিদিশার একান্ত সচিব রাজীব বলেন, ‘গতকাল থেকে একটু শান্তি ফিরেছে। কারণ গতকাল আমি বাসায় যেতে পেরেছি।’ এরশাদ-বিদিশার বিচ্ছেদ হয়েছিল প্রায় ১৪ বছর আগে। কিন্তু সাবেক স্বামীর বাড়িতেই বর্তমানে অবস্থান করছেন বিদিশা। তিনি জানালেন, এরিকের সঙ্গেই থাকবেন তিনি। যদিও জাপা চেয়ারম্যানের দাবি, এরিকের চাপ প্রয়োগের মাধ্যমে করানো হচ্ছে এসব কাজ। জিএম কাদের বলেন, ‘এরিকের ওপর বল প্রয়োগ করে অনেক কিছু করানো হচ্ছে। তাকে আমি অত্যন্ত স্নেহ করি। আমি মনে করি সে নিজের ইচ্ছায় এসব কিছু করছে না।’