বাজার থেকে এবার পেঁয়াজ উধাও !!
যশোরের বেনাপোল থেকে গত দু’দিন ধরে পেঁয়াজ উধাও হয়ে গেছে। দুদিন আগে পেঁয়াজের কিছুটা দাম কমলেও এক দিনের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়ে পাইকারিতেই ১ শ ৭০ থেকে ৮০ টাকা এবং নতুন আলু ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। শনিবার (২৩ নভেম্বর) এ চিত্র দেখা যায়।
ব্যবসায়ীরা বলছেন, মোকামে পেঁয়াজের দাম বেশি। বেশি দামে পেঁয়াজ এনে সরকার নির্ধারিত দামে বিক্রি করলে লোকসান। এ কারণে কোনো পাইকারের চালানও আসছে না। খুচরা বাজারেও যে কারণে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। কামাল হোসেন নামে একজন ক্রেতা জানান, দুদিন বাজারে কোনো পেঁয়াজ নাই। হঠাৎ কেন পেঁয়াজ উধাও হয়ে গেল জানি না। ক্রেতাদের স্বার্থ দেখার কেউ নেই।
খুচরা বিক্রেতা সুরুজ মিয়া খুচরা বলেন, প্রশাসনের বেঁধে দেওয়া দামে পেঁয়াজ বিক্রি করতে গেলে আমাদের লস। সে জন্য আর পেঁয়াজ আনছি না। আড়তেও পেঁয়াজ নেই। পাইকারি ব্যবসায়ীরা জানান, সরকারের দামে পেঁয়াজ বিক্রি না করলে আমাদের জরিমানা হয়। ওই দামে পেঁয়াজ বিক্রি করতে গেলে লস। সে জন্য আপাতত আর পেঁয়াজ আনছি না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পেঁয়াজ আনব।