কুকুর’কে বাঁচাতে গিয়ে জীবন দিলেন রাজন !!
রাজধানীর খিলগাঁও এলাকায় কুকুরকে বাঁচাতে গিয়ে মো. রাজন (২৪) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) খিলগাঁওয়ের তালতলা সিটি সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত রাজন শরিয়তপুরের নড়িয়া উপজেলার লালচান মিয়ার ছেলে। তিনি সিটি সুপার মার্কেটের পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন এবং ওই মার্কেটেই থাকতেন।
রাজনের উদ্ধারকারী মো. হৃদয় জানান, রাজন প্রতিদিনের মতো আজও পরিচ্ছন্নতার কাজ করতে যান। সেখানে গিয়ে দেখতে পান মার্কেটের গলিতে একটি কুকুর আটকা পড়ে আছে। তিনি একটি লোহা রড দিয়ে সেটিকে মুক্ত করতে যান। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক কোনো তারের সংস্পর্শে এসে রাজন বিদুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।
হৃদয় আরও জানান, আহত রাজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।