বিনামূল্য পড়াচ্ছেন ডিসির স্ত্রী, পরীক্ষাতে সাফল্য শিক্ষার্থীদের !!
নাম রুহি আশরাফ। পেশায় ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তার স্বামী দানিশ আসরাফ ভারতের অরুণাচল প্রদেশের সুবনসিরির জেলাপ্রশাসক।
চাকরির কারণে স্বামীর বদলি হয় সেখানে। আর স্বামীর সাথে থাকার জন্য নিজের চাকরি ছেড়ে দিতে হয় রুহিকে।সেই রুহি এখন পাহাড়-জঙ্গল ঘেরা সুবনসিরির সব শিক্ষার্থীদের কাছে যেন আশীর্বাদ।স্বামীর পাশাপাশি রুহিও স্থির করেছিলেন, প্রত্যন্ত এই জেলার উন্নয়নে হাত দেবেন। কিন্তু কীভাবে?
একদিন স্থানীয় দ্বাদশ শ্রেনীর কিছু ছাত্র এসে যোগাযোগ করে তার সাথে। তারা জানায়, দীর্ঘ পাঁচ বছর ধরে তাদের স্কুলে কোন পদার্থবিদ্যায় শিক্ষক নেই। এতদিন তারা শিক্ষক ছাড়া কোন ভাবে পড়েছে। আর সম্ভব হচ্ছে না।হঠাৎই নিজের স্ত্রীর কথা মনে পড়ে যায় দানিশের। রুহিকে কথাটা বলার পর এককথায় তিনি রাজি হয়ে যান।
তিনি গিয়ে পড়াতে থাকেন ওই কলেজে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পদার্থবিদ্যার প্রতিটা বেসিক বিষয় তাদের বোঝাতে শুরু করেন রুহি। প্রজেক্টর দিয়ে বিভিন্ন মডেল দেখিয়ে যতটা পেরেছেন সহজ করে তাদের বুঝিয়েছেন।
ক্লাস টেস্টে ভালো করলে চকোলেটের ব্যবস্থা ছিল পুরষ্কার হিসেবে। এর ফলাফল পাওয়া গেছে পরীক্ষাতেই। আগের বছর যেখানে মোট পরীক্ষার্থীর মাত্র ২১ শতাংশ পাস করেছিল সেখানে ওই বছর ৯২ জনের মধ্যে পাস করেন ৭৪জনই।স্কুল কর্তৃপক্ষ তাকে বেতন হিসেবে ৪০ হাজার টাকা দিতে চেয়েছিল। কিন্তু সে তা না নিয়ে সেটা স্কুলের ফান্ডে দান করে দেয়।