চাঁদপুরে এতিমখানার ছাদ ধ’সে ছাত্র-শিক্ষকসহ আ’হত অর্ধশত !!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি এতিমখানার দোতলার ছাদ ধ’সে ছাত্র-শিক্ষকসহ অর্ধশত আহত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা সবাই এতিমখানার ছাত্র।
আহতদের মধ্যে অন্তত ২৫ জনকে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে স্থানীয় আনন্দবাজার, ছেংগারচর বাজার ও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
মতলব উত্তর থানার ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, রাতে খাবারের পর আগামী ১৬ ডিসেম্বর চাঁদপুরে শিক্ষার্থীদের যাওয়ার বিষয়ে কথা বলার জন্য ওই ভবনের নিচে জড়ো হন ছাত্র ও শিক্ষকরা।
এ সময় দোতলার করিডরে ছাত্রদের দাঁড় করিয়ে ব্রিফ করছিলেন শিক্ষকরা। এ সময় হঠাৎ ভবনের করিডরটি ধ’সে পড়ে যায়। এতে প্রায় ৪০ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।ভবনটি ঝুঁকিপূর্ণ থাকায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ওসি।