রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের নতুন ফর্মুলা ১+১+২ !!
বাংলাদেশ আচরয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নতুন ফর্মুলা দিয়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। আজ ২৪ নভেম্বর রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনের কৌশল সন্ধান’ শীর্ষক সেমিনারে চীনা রাষ্ট্রদূত সেই ফর্মুলার বিবরণ তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, ‘মিয়ানমার সরকারের প্রতি রোহিঙ্গাদের ‘আস্থার ঘাটতি’ দূর করতে ‘১+১+২’ আইডিয়া নিয়ে এসেছি আমি।’
এই ফর্মুলা কিভাবে কাজ করবে সেই বিবরণ তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ‘এক্ষেত্রে একটি রোহিঙ্গা পরিবার এমন একজনকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করবে, যে কি না মিয়ানমারে ফিরে যাবে। চীন তাদেরকে দুটি মোবাইল ফোন দেবে। একটি ওই প্রতিনিধির কাছে থাকবে, আরেকটি থাকবে কক্সবাজারে তার পরিবারের সদস্যদের কাছে।’
এ সময় চীনা দূত বলছেন, ‘পরিবারের প্রতিনিধিরা মিয়ানমারে গিয়ে যা দেখবেন, তা জানাতে পারবেন শরণার্থী শিবিরে থাকা তার স্বজনদের। মিয়ানমারে গিয়ে তারা স্বচক্ষে পরিস্থিতি দেখবে, রাখাইনের পরিস্থিতি ভালো ও নিরাপদ কি না তাৎক্ষণিকভাবে পরিবারের সঙ্গে ভাগাভাগি করবে। সেই আলোকে তারা দেখবে, সামনে আগানো যাবে কি না।’
এদিকে স্বেচ্ছাসেবক প্রতিনিধিদের নিরাপত্তা মিয়ানমার সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পৃথিবীর অনেক দেশে এমন কথা চালু আছে।’
এ সময় তিনি আরও বলেন, ‘চীন যা বলে মিয়ানমার সেই অনুযায়ী কাজ করে। এই ধরনের বিশ্বাস থেকে একটি ধারণা তৈরি হয়েছে যে অর্থনৈতিক কারণে চীন বোধহয় সবসময় মিয়ানমারের পক্ষে থাকছে। এটা সম্পূর্ণ ভুল। মিয়ানমার ও বাংলাদেশ সার্বভৌম দেশ। কী করতে হবে সেটা তাদের বলার অধিকার চীনের নেই।’