পৃথিবীর কোনো শক্তি রামমন্দির নির্মাণ রুখতে পারবে না: রাজনাথ !!
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মিত হবেই, বিশ্বের কোনো শক্তি এটিকে রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির অন্যতম নেতা রাজনাথ সিং। ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনের প্রচারে রামমন্দিরকে হাতিয়ার করে এমন মন্তব্য করেন রাজনাথ।
তিনি বলেন, মন্দির নির্মাণের ক্ষেত্রে সমস্ত বাধা সুপ্রিম কোর্ট দূর করে দিয়েছে। ‘অযোধ্যায় মহা রামমন্দির তৈরি হবে। বিশ্বের কোনো শক্তি নেই যারা আমাদের এই কাজে আমাদের রুখতে পারবে।
এদিকে গতকাল রবিবার ঝাড়খন্ডের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। এই রাজ্যে ক্ষমতায় এলে ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছে সোনিয়া গান্ধীর দল।
একইসঙ্গে গণপিটুনি রোধে আইন তৈরির কথা বলা হয়েছে তাদের নির্বাচনী ইশতেহারে। কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বিশেষ গুরুত্ব পেয়েছে কৃষক কল্যাণ, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার মতো বিষয়।