এই মাত্র পাওয়া: হঠাৎ যে দাবিতে রাজপথে বিএনপির সিনিয়র নেতারা !!
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ করে হাইকোর্টের সামনে সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এসময় তারা বিক্ষোভে ফেটে পড়েন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী মিছিলটি নিয়ে হাইকোর্টের সামনে এসে সড়ক অবরোধ করেন। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবীতে স্লোগান দিতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।
সূত্রঃ বিডি২৪লাইভ