যে দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় !!
দোয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। যারা আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাদের পছন্দ করেন না। সব কিছুর মালিক মহান আল্লাহ। তাই সব বিষয়ে তাঁর সাহায্য চাওয়ার বিকল্প নেই।
এমনই একটি দোয়া আছে যা পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়।
উচ্চারণ : ‘রদিতু বিল্লাহি রব্বাউঁ ওয়া বিল ইসলামী দ্বিনাউঁ ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাঁও ওয়া রাসুলা’। অর্থ : আমি আল্লাহকে রব, ইসলামকে দ্বিন এবং মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছি।
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি উল্লিখিত দোয়াটি পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। (আবু দাউদ, হাদিস : ১৫২৯)
অপর বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি সকাল-বিকেল তিনবার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নেকি বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করবেন। (তিরমিজি : ২/১৭৬)