ফের পান্ডিয়া-উর্বশীর সম্পর্ক নিয়ে গুঞ্জন !!
ভারতের জাতীয় দলের ক্রিকেটার হার্ডিক পান্ডিয়া ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে এই জুটি আলোচনার জন্ম দিয়ে থাকেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে উর্বশীর ছবি ‘পাগলপন্তি’। গুঞ্জন ছড়িয়েছে এই নতুন ছবির জন্য শুভেচ্ছা জানাতেই পান্ডিয়া একটি কুকুর ছানা উপহার দিয়েছেন উর্বশীকে।
উর্বশী সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি কুকুরছানার ছবি পোস্ট করেছেন। পান্ডিয়াও পোস্ট করেছেন কুকুরছানার সঙ্গে তোলা ছবি।উর্বশী স্পষ্ট করেননি এই কুকুরছানা কেউ তাকে উপহার দিয়েছেন কিনা। কিন্তু উর্বশী ও পান্ডিয়া একই প্রজাতির কুকুর সানার ছবি পোস্ট করায় আলোচনায় এসেছেন এই জুটি।
এর আগে একটি ভিডিও ভাইরাল হয় পান্ডিয়া-উর্বশীর। ভিডিওটির ক্যাপশন ছিল প্রাক্তন বয়ফ্রেন্ডের কাছে সাহায্য চাইলেন উর্বশী রাউতেলা।
এ প্রসঙ্গে উর্বশী বলেছিলেন, ‘আমার সঙ্গে হার্ডিক পান্ডিয়ার কোনও সম্পর্ক ছিল না। এ ধরনের খবরের ফলে পারিবারিক জীবনে আমাকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। পরিবারের কাছে আমাকে জবাবদিহি করতে হয়।’