যতই সমালোচনা হোক মাকে গানের গলার জন্য মানুষ মনে রাখবেঃ রানু মণ্ডলের মেয়ে !!
বর্তমানে আলোচিত-সমালোচিত নাম রানু মণ্ডল। তিনি যা করছেন, যা বলছেন যা গাইছেন সবই ভাইরাল! স্টেশনে লতা মঙ্গেশকারের গান গেয়ে বিখ্যাত হয়ে যাওয়া রানু মণ্ডল মুম্বাইয়ের বিখ্যাত শিল্পীদের সঙ্গে অনেক স্টুডিওতে গাইছেন। তবে এত কিছুর পরও সমালোচনা যেন পিছু ছাড়ছে না রানু মণ্ডলের।
সম্প্রতি, রানু মণ্ডলের সমালোচনা নিয়ে মুখ খুলেছেন, তার মেয়ে সাথী। তিনি মনে করেন তার তারা গরিব বলেই এত সমালোচনা। তবে সাথী মনে প্রাণে বিশ্বাস করেন। যতই সমালোচনা হোক মাকে গানের গলার জন্য তার মাকে মানুষ মনে রাখবে।
জি নিউজের খবরে বলায় হয়, সম্প্রতি র্যাম্পে ভারী মেকাপে হাটতে দেখা যায় রানু মণ্ডলকে। সাথী তার মাকে র্যাম্পে হাটানো নিয়েও প্রশ্ন তুলেছেন।তিনি অভিযোগ করেন, অতিরিক্ত মেকাপে তার মাকে সাজিয়ে র্যাম্পে হাটানো উচিৎ হয়নি।প্রসঙ্গত, রানু মণ্ডল ১৯৬০ সালের ৫ নভেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরের নিকটবর্তী কৃষ্ণনগরের গ্রামে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্টেশনে লতা মঙ্গেশকারের গান গেয়ে বিখ্যাত হয়ে যান।