বাংলাদেশিসহ ৩৪৬৭ অবৈধ অভিবাসীকে আটক !!
গত এক সপ্তাহে তুরস্কের নিরাপত্তা সংস্থাগুলো অন্তত ৩৪৬৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে বলে দাবি করছে দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি। সোমবার (২ ডিসেম্বর) প্রকাশিত খবরে জানানো হয়, আটকদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি, সিরিয়ান, কঙ্গোলিজ, ইরানি, ইরাকি, আফগান, ইয়েমেনি, লিবিয়ান ও ফিলিস্তিনী নাগরিকরা রয়েছেন। তবে কোন দেশের কতজন নাগরিককে আটক করা হয়েছে তা তথ্য উল্লেখ করা হয়নি।
আনাদলু এজেন্সির তথ্য মতে, আটকদের ১২৬৯ জনকে তুরস্কের গ্রীস ও বুলগেরিয়া সীমান্তবর্তী ইদিরনে প্রদেশ থেকে আটক করা হয়। ২০১৮ সালে তুরস্ক মোট ২ লাখ ৬৮ হাজার অবৈধ অভিবাসীকে আটক করেছে যারা তুরস্ক হয়ে অন্য দেশে পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন। আর চলতি বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজারেরও বেশি।