বাংলাদেশকে দেখে দেখে সে কাজটি করতে যাচ্ছেন গাঙ্গুলি !!
জাতির জনক বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষ্যে এবার প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। সেই ম্যাচে বিশ্ব একাদশ মুখোমুখি হবে এশিয়া একাদশের।
এবার সেই কাজটি করতে যাচ্ছেন গাংলিও। বাংলাদেশে অনুষ্ঠিত এই প্রদর্শনী ম্যাচ দুটি শেষ হলেই প্রীতি ম্যাচ হবে ভারতে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে মার্চে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করে যাচ্ছেন।
আগামী বছরে ভারতের আহমেদাবাদে সরদার প্যাটেল স্টেডিয়ামের যাত্রা শুরু হবে। প্রায় এক লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো করতেই এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বিসিসিআই।